“রিজিকের ফায়সালা আসমানে হয়, জমিনে না”

“রিজিকের ফায়সালা আসমানে হয়, জমিনে না” 🏃‍♂️আমি আপনি চেষ্টা করতে পারি মাত্র।

যেদিন থেকে আমি জানতে পেরেছি, আমার রিজিক আমি ছাড়া অন্য কেউ ভোগ করতে পারবে না, সেদিন থেকে আমার হৃদয়ে একটা অদ্ভুত প্রশান্তি তৈরি হয়েছে।

আলহামদুলিল্লাহ!!!

সেদিন থেকে আমি কাউকে নিজের প্রতিদ্বন্দি ভাবিনা, কারও ভালো দেখে আমি কাতর হইনা।

জীবনে যা যা পাইনি তার কোনটাই আমার রিজিকে ছিলোনা বিশ্বাস করেছি এবং সেজন্য আফসোস হয়নি আর কোনদিন।

আমি একটা শান্তির দীর্ঘশ্বাস ছেড়ে সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি।

নিজের রিজিক নিয়ে দুশ্চিন্তার কিচ্ছু নেই। আমার বা আপনার ভাগেরটুকু কেও নিতে পারবেনা, এই আওকাত আল্লাহ তায়ালা কাউকে দেননি।

আর হ্যা!

শুধু খাদ্যদ্রব্যই কিন্তু রিজিক নয়!

পরিবারের সুখশান্তি, পেশাজীবনের সফলতা, নেক জীবনসঙ্গী,

নেক সন্তান,

উত্তম আখলাক,

টাকা পয়সা,

নেককার বন্ধুও রিজিকের অন্তর্ভুক্ত আলহামদুলিল্লাহ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Order Now

বাংলাদেশে সবচেয়ে খাঁটি প্রোডাক্ট 1Stop Dokan এ

আপনার দৈনন্দিন কেনাকাটার একমাত্র ঠিকানা!

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.

© 2025 Created with 1stop Dokan